খুলনায় যুবককে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
খুলনা প্রতিনিধি:
খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পিছনে তানভীর হাসান শুভ (বয়স অজ্ঞাত) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শুভ তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা হঠাৎ করে তার ঘরের জানালা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
0 Comments