খুলনার খালিশপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, দুই মামলায় শতাধিক আসামি


খুলনা মহানগরীর খালিশপুরের বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোতে নামীয় আসামির পাশাপাশি শত শত অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।


খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, রোববার (২১ সেপ্টেম্বর) রাতেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ একই সংখ্যক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে দুই মামলায় অনেক আসামি কমন।



জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনার উপ বিভাগীয় প্রকৌশলী আল মুজাহেদী মোহাম্মদ মাহসুদুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অপর মামলাটি খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কোটাল আজাদ বাদী হয়ে দায়ের করেন।

ঘটনাস্থল পরিণত হয় রণক্ষেত্রে


স্থানীয় সূত্র জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেট, সি ব্লকে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে, টায়ার জ্বালায় এবং গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।


এসময় পুলিশ লাঠিচার্জ করলে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও সাধারণ বাসিন্দাসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। স্থানীয়দের দাবি, এ ঘটনায় আহতের সংখ্যা ৬০ থেকে ৭০ জন।


স্থানীয়দের অভিযোগ


অভিযোগ করে তারা বলেন, “কিছু বুঝে ওঠার আগেই উচ্ছেদ করতে এসে আমাদের উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে বহু নারী-পুরুষ আহত হন।”

এই মামলায় গ্রেফতার আতঙ্কে অনেকেই এখন ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে।